থিংক  ডিফারেন্ট

সমাজকে এগিয়ে নেবার দায়িত্ব আমাদের সবার ।পৃথিবী আরো শান্তির স্থান হয়ে ওঠুক ,মানুষের প্রতি মানুষের ভালোবাসা ,সহানুভূতিসহ সব মানবীয় গুণাবলী বাড়তে থাকুক ।নিত্য নতুন আবিষ্কারের নেশায় মেতে ওঠুক প্রজন্ম ।আর এই উদ্দেশ্যকে সামনে রেখে 'থিংক ডিফারেন্ট ' ম্যাগাজিনের পথচলা ।

কানামাছি না জলহস্তি

No comments :
কানামাছি না জলহস্তি ...
নাফ নদীর তীরে মুখ থুবড়ে পড়ে আছে বিবেক চোখে কালো কাপড় আর মুখে কলুুপ এঁটে- চুপ করে আছেন দাদারা । কারা অসহায় ? আমরা না দাদারা ? কালো কাপড় সরান, বলেন কিছু । বিশ্ব দরবারের কবাটে আর কত মাথা ঠুকাবো ? তোমরা কি এতই বুভুক্ষ যে- মানুষের রক্ত মাংস ছাড়া কিছই চলে না ? দিলে এই অত্যাচার বন্ধ হবে ? তোমরা কি কানামাছি ... না জলহস্তি ? কিছুই দেখো না ... তোমাদের দেহে কবে সুড়সুড়ি লাগবে ?



অভিলাষ মাহমুদ

এ্যাসিস্ট্যান্ট সাব এডিটর নিউজ চিটাগাং২৪



No comments :

Post a Comment

Thank you

জনপ্রিয় পোষ্ট