থিংক  ডিফারেন্ট

সমাজকে এগিয়ে নেবার দায়িত্ব আমাদের সবার ।পৃথিবী আরো শান্তির স্থান হয়ে ওঠুক ,মানুষের প্রতি মানুষের ভালোবাসা ,সহানুভূতিসহ সব মানবীয় গুণাবলী বাড়তে থাকুক ।নিত্য নতুন আবিষ্কারের নেশায় মেতে ওঠুক প্রজন্ম ।আর এই উদ্দেশ্যকে সামনে রেখে 'থিংক ডিফারেন্ট ' ম্যাগাজিনের পথচলা ।

সেই সব দিন

3 comments :
সেই সব দিন



এখনও  কলাবনের গন্ধ  নাকে  আসে,
 গাংঙের ঘোলাটে জলে  হারিয়ে  ফেলি নিজেকে;
স্মৃতিকাতর  স্নায়ু আমার  -
নাড়ার ফাঁকে  ফাঁকে  গতরাতে ফেলে আসা
বড়শি তুলতে -
উঠে পড়ি খুব ভোরে  ।
ধানফুলের মাতাল  হাওয়া
আমাকে  শুইয়ে রাখতে রাখতে  চায়;
শ্রান্ত কাকের মত
একমাথা  রোদ্দুর নিয়ে ফিরি ঘরে ।

সদ্য  কেনা পায়রা দুটি  ফেরে নি বলে -
আলো  ফেলেছি ঘুমন্ত  গাছের  মগডালে
তনুদের বাড়ি গিয়েছি কতবার !
রাত্রির কূল  ঘেঁষে  হ্রদয়ের  গভীরে
কি এক অজানা  ভয়  তাড়িয়ে  বেড়াতো শুধু -

তবুও  আজ  সেই  সব দিন  মনে পড়ে
বিষন্নতার নির্বাক ব্যাপ্তির  ভিতরেও ।









writer
Antu Biswas  


3 comments :

Thank you

জনপ্রিয় পোষ্ট